'ভাত দে হারামাজাদা, নইলে মানচিত্র খাব'
দুহাজার টাকার নোট নিয়ে আর কত চিবাবো!
সফেদের নামে দেশ জুড়ে কালোর রমরমা
ভাঁওতা যেদিন পড়বে ধরা,জনতা করবেনা ক্ষমা


কড়ায়গণ্ডায় আদায় করবে নিজের অধিকার
চুল দাঁড়ি  সাদা হলেই হয়না যে বুদ্ধির বিস্তার!
অনেক হল ভ্রমন বিদেশ,এবার কার্যে করো মনোনিবেশ
একটি একটি ভুলের তরে হল যে সর্বশান্ত দেশ।


কী শেখালে দেশভক্তির পাঠ! শেখালে যে বিভাজন!!
বেঁচে থাকার মৌলিক অধিকার এখন করছো হরণ!
বিদ্যার ঘনঘটা! জেনে গেছে জনগন, তুমি তারকাটা
ভাষণে নাকি কান্না! চাল ডাল ছাড়া কি করে হবে রান্না!!
নিজের টাকার জন্য মানুষেকে কেন দিতে হবে ধন্না?


মামদা বাজি পেয়েছো নাকি, যা ইচ্ছে তাই করবে
চোরধরার বাহানায় গরীব জনতা-সাধুদের ধরবে
তোমার অহংকারের ফানুস, একদিন ফুটো করে দেবে মানুষ
উত্তর দাও, তোমার পোষা কুকুরেরা কত নেবে ঘুষ!