নৃপতির মসনদে বসে আছি আমি
কালোধনের উত্তরণ নিয়ে এত কী বদনামি!
আমি যা করবো কেন, তার সমালোচনা?
বলবো  যা, করতে কেন তোমরা চাও না?
মাথা উঁচু করলেই জেলের ঘানি, নেই কি তা জানা?


মুখেমুখে কথা বলার কে দিয়েছে অধিকার?
একবার অনাহার তাতেই কেন গরীবের চিৎকার!
না খেলে একবার, যাবে কি দেশটা রসাতলে?
জনসংখ্যা কমে যাবে দু'চারটা বিয়া ভেঙে গেলে!


কালো টাকা যত আছে, দেবে জমা  ব্যাংকে
জিডিপির বৃদ্ধির হার আমি বলে দেব অংকে
অনেক টাকা নিয়েছি ধার, ভোট-কালের বেলা
আড়াই বৎসর হয়ে গেল, এবার ফিরায়ে দেবার পালা।


কোষাগারে টাকা নেই, এন.প. এ ভরে গেছে দেশ
এখন না ফেরাতে পারলে পরের বারের আশা শেষ!!
যতপারো ডিপোজিট করো, না করলেও নেই ক্ষতি
ছাপাকলে ছেপে নেবো,এটাই এখন ইকোনমিকসের রীতি!!


ইন্দিরা করেছিলেন পলিটিকাল জরুরী অবস্থা
এনেছি  ইকনমিকস ইমার্জেন্সি,বেছে নিলাম সেই রাস্তা
ধর্মের সুড়সুড়িতে বানায়েছি ভক্ত, করবে ফেবুতে ক্যাম্পেইন
টাউটের নূতন সৃষ্টি, সেটাই হবে পলিটিকাল গেইন।


একশ টাকায় আশি পাবে, বাদ বাকি টাউটের পকটে
কিছু শতাংশ আসবে নিশ্চয়ই পার্টির ঘটে!!
সেই লোভে,ভুলে যাই দরিদ্রের দু:খ  আর কষ্ট
এতে যদি হয় কিছু হোক দেশের সম্পদ নষ্ট


দুই চারখানা নিউজ চ্যানেল রেখেছি ভাড়া
ভুলাবে সাধারণে,আমার গুন গাইবে তারা!
ভোট বাজারে মিলাবে সাড়া, আমার গড়া ভিলিফিকেশন
পরের ভোটে জেতা নিশ্চিত, নেই কোন টেনশন!


প্রশ্ন তোমরা কর কেন? আমি কি বিমূঢ় রাজন!
ফিরাতে আমি পারবই সুইস ব্যাংকে রাখা কালোধন!
ব্ল্যাকমানি উদ্ধারের উপায় কী আছে,তাইতো ডিমানিটাজেশন!
আসস্থ করি তোমাদের , হবে না আর তৈরি জালনোটের
নব্য টাকার নোটে রয়েছে যে শ্রীরামের সুরক্ষা তীর!
কালো ইমারত হোক না তৈরি--অল্প বিস্তর থাকুক চোর!


ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট চুষুক  কর্মচারীর প্রাপ্য
সাম্যবাদ আর বিচারের সমতা, এতো এযুগের গপ্প!
চুপচাপ দেখে যাও, আমার নীতি "সকলের বিকাশ"
ভারতবর্ষে উন্নয়ন আমার হাতেই ছোঁবে আকাশ!
আর কোন বাক্য নয়, এবার বলো, মহারাজ শাবাশ!!