মানুষ আমি,
পাব না কেন আমার জন্মগত অধিকার?
পৃথিবীর ভূ-সীমার?


মানচিত্রে রেখা কেটে করলে দেশের বিস্তার
মরণ কি মানাবে হার!!
বেঁচে থাকার শত প্রচেষ্টার---


ঘুর্ণির মতো ঘুরছি আমি অনিবার
অপলকে চেয়ে আছি নিয়তির পার
গামছাবাঁধা পেটে;
দিনান্তে খাবার না জোটে,
বানালে আমায় যাযাবর
একমুঠো ফ্যানা ভাতের বড় দরকার!


কিন্তু কেন?
আজীবন হতে হবে পাত্র উপেক্ষার!


তোমারা যারা দালানের অলিন্দে,
ঘুষের টাকায় কাটাও জীবন মহানন্দে
গগনচুম্বী ইমারত গড় দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে
গলাটিপে হত্যা করো গনতন্ত্রের
সদা খেলো খেল ষড়যন্ত্রের
মানুষ যদি হয় মানুষ, পাবে না কোন নিস্তার
তোমার কুশিক্ষার অহংকার
একদিন না একদিন মানবেই হার!
নাভিশ্বাস হয়ে রক্ত ঝরবে তোমার কামনার!

  না, এ নয়তো প্রলাপ,
  জেনো না, একে দুর্বলের অভিশাপ!
  তোমার কবর খুঁড়বে তোমার মহাপাপ
  শুধু সময়ের অপেক্ষা!!
  সংঘবদ্ধ দুর্বলের হাতে নেই যে আর রক্ষা!!
  
ওই দেখো, চেয়ে দেখো, আসছে মিছিল
  শুধু হাত!  দুহাত; দুহাতের মিল
  ভাঙছে প্রাসাদের খিল; হাসছে নিখিল
  মানুষ! আর মানুষের মিছিল!


রচনাকাল : ০৯.১২.২০১৬ @ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।