রাজার হুকুম,হুকুম বলে কথা!
শুনতেই হবে সবাইকে, পালন করতে হবে
অক্ষরে অক্ষরে; অন্যথায়
দেওয়া হবে তকমা, প্রথমে নাম উঠবে তালিকায় ;
দেশদ্রোহীর তালিকা;
তারপর সুযোগবুঝে সে নাম
চলে যাবে --রাজার পুলিশের খাতায়;
আর একাজের পূর্বপ্রস্তুতিতে জুড়বে নানাকাহিনী;
প্রচার হবে অনুশাসিত মিডিয়ায়!


প্রতিবাদ! কী বলেন দাদা!!
রাজার হুকুমের প্রতিবাদ করবে?
সাধারণ মানুষ??
যারা এখনো ঠিক করে গুছিয়ে কথা বলতে
শেখেনি,
আর যারা একটু আধটু শিখেছে,
তাদের তো গলার নড়লি কেটে নেওয়ার
হুমকি দেওয়া হচ্ছে সাড়ম্বরে,
রীতিমতো প্রচার করা হচ্ছে মাইক ফুঁকে;
শুনতে পাননি কি??


এই রাজার ইচ্ছেমত,
আপনার ইচ্ছে বানাতে হবে;
রাজা যদি বলে, শীতের রাতে লাইন করে
দীঘির জলে ঝাপ দিতে হবে,
কিম্বা যদি বলে রুটি না কিনতে পারলে কেক খান
তাহলে সবাইকে ওই কেক-ই খেতে হবে!!


জানুন,সেটাই নিয়ম এবং আইনসিদ্ধ;


এখানে প্রশ্ন করাটা বোকামি,
তবে কি জানেন, প্রশ্নকরার জন্য যে নিজস্ব
বিচারবুদ্ধির দরকার, সেটা সম্ভবত:
পটোল বাবুর মতো পটোল তুলে
অনেক আগেই চলে গেছে স্বর্গে;


আর এই হুমকি-ধমকিতে যদি কাজ না হয়,
তবে প্রস্তুত করে নেন নিজকে;
আর বুক চিতিয়ে তৈরী হয়ে যান...
ব্রাশ ফায়ারিংর জন্য;
আপনাকেও যে পটোল তুলতে হবে!
এসে গেছে পটোল তোলার দিন!আচ্ছে দিন!!
এরপর স্বর্গে গিয়ে মনের আনন্দে হাওয়া খান!!