বেলা যে চলে গেল বড্ড তাড়াতাড়ি,
দিনমণি পশ্চিম দিগন্তে, বার্তা জরুরী।
খেলার ছলে সময় নষ্ট, কাজ আছে বাকি;
অকথায় ভরলাম পাতা,জীবনখাতায় ফাঁকি!


প্রশ্নের ভিড়েতেই  হারায়ে গেল উত্তরমালা।
বাঁচার চেষ্টাই বৃথা, শুধু পেলাম বিষম জ্বালা;
চতুরতার চতুরঙ্গে খেলি এই কী জুয়া খেলা!
অজান্তেই শেষ আলোর ভোর, এল সন্ধ্যাবেলা!!


হিসাবের গোঁজামিল,শূন্যে গেল ভরে অনাবিল
মিলের খোঁজ মেলে না যে কভু,কেবলি অমিল
ঘড়ির কাঁটায় চলে সময়, পায়না থামার অবকাশ;
নিজের বিকাশ করতে গিয়ে আনলাম সর্বনাশ!


স্বার্থসিদ্ধির মহান প্রয়াস রইল জারি আজীবন!
যার আশে এ জনম লভি,তাঁকেই চিনল না মন!!