★ (১)
প্রেম এক যাঁতাকলের চিমটে,
ধরলে পরে মারে মারণ গিঁটে।
                 ★(২)
প্রেম নগ্ন তাই, কেবলি নগ্নতায়
পড়ে ধরা প্রেমীর অবুঝ চিন্তায়!
                   ★(৩)
কে বলিল মোরে, প্রেম কেবলি কাঁদায়?
নিজেও সে কাঁদে প্রেমের বারিধারায়!
                  ★(৪)
জাহ্নবীর রসে নিমজ্জিত প্রেমকণায়
ডুবিলে জানিবে: ত্যাজিবে সে ছলনারে
অপবিত্রতার ছায়া মাড়িবে না তোমারে।
                    ★(৫)
পরিবর্তনশীল সময়, সকলকে হার মানায়
নিয়ে নেয় সাথে, আপন গতির বহমানতায়
কিন্তু সেও হার মেনে নেয়, প্রেমের রসধারায়
প্রেম অনাদি, চিরন্তনী, শাশ্বত, অব্যয়,অক্ষয়।
                      ★(৫)
কাঁচুলির ভিতর ভালাবাসার নীড় গড়া নয়
বিরাজিত সে গহীন-গভীরে, সন্ধান পায়
নরম-পেলব, যুক্তি-তর্কহীন, অন্ধ মানব হৃদয়
মাইক্রোস্কোপে দেখিবার আশ সতত ব্যর্থ হয়!


                      ★(৬)
প্রেমী হতে গেলে কান্নার অভ্যাস নিষ্প্রয়োজন
নিজের অজান্তে কান্না হবে তোমার আপনজন।
                    ★(৭)
মিলনের উদগ্রীবতাই জন্ম দেয় প্রেমের বীজ
বানাতে চাইলে মহীরুহ,দিও আলো,জল আর খনিজ!


★ কবিতাটি কবি "ইথারে"র কবিতা প্রেম সিরিজে অনুপ্রাণিত হয়ে লেখা, তাই কবিতাটি
কবি ইথারকে উৎসর্গিত।


** মূল কবিতার ভাবনা গদ্যরূপ ছিল পরবর্তীতে ভাবনার পদ্যরূপ করা হয়।
গদ্য ভাবনাটি আজকে আমার পোষ্ট"প্রেমের কথামালা-১" নামে আলোচনা সভায় প্রকাশ করা হয়েছে।