হে প্রণম্য অগ্নি,
তোমার আগুনের তেজস্বী অনুপ্রভায়
বিদগ্ধ করে দেও আমায়!
দাউ দাউ করে জ্বালিয়ে দাও,
অন্তর নিবেশিত, কাঙ্ক্ষিত মনোবাসনা
মনের গহীনে রয়েছে যে কৌরবীয় আস্তানা।


তোমার ঝলকিত লেলিহান তেজে
নির্গত হয়ে যাক মোহাবিষ্ট গলিত লাভা
উদগীরিত হোক নিরবিচ্ছিন্নভাবে
কূট জটিল বায়বীয় বাষ্পীভূত কণা।
তবেই না মুক্তি পাবে তনুস্থিত সকল বেদনা!!


তোমার অনুগ্রহ লভিবার নিমিত্ত
পদ্মাসনে হয়ে উপনীত, গাহি সত্য গীত
নিজকে করি তোমার করপদ্মে সমর্পিত
নেই অনন্যোপায়,জ্ঞানত চক্ষে দেখে হরষিত!!