বেলাবউ,
যাচ্ছ চলে, আমায় ফেলে
কেমন ছলে?
বেলাবউ...


বেলাবউ,
হঠাৎ করে তোমার সাথে
আমার দেখা, রজনীগন্ধা চাঁদনী রাতে
যাচ্ছ চলে আমায় ফেলে
কেমন ছলে?
বেলাবউ...


বেলাবউ,
স্রোতের টানে তোমার পানে
গুণগুণানী গানে গানে
সুখের হাওয়ায় যেতো দোলে
অলীক ভরা মোর এ প্রাণে!


যাচ্ছ চলে, আমায় ফেলে
কেমন ছলে?
বেলাবউ...
তুমি বিনা নাই তো মোর কেউ!
বেলাবউ...
------++++++(((কিছু রূপকের অর্থ নিচে দেওয়া হলো)))++++++-------


বেলাবউ: এখানে সময়


রজনীগন্ধা চাঁদনী রাত: রূপ লাবন্যে ভরা প্রকৃতি মৃণ্ময়ী বসুন্ধরার রূপের দৃষ্টান্ত স্বরূপ।


হঠাৎ করে তোমার সাথে আমার দেখা : জানা ছিল না পৃথিবীতে জন্ম হবে।


স্রোতের টানে তোমার পানে : সময় স্রোত স্বরূপ শেষ পরিণীতির দিকে টানে।


সুখের হাওয়ায় যেতো দোলে
অলীক ভরা মোর প্রাণে : যে সুখ জীবনে পাই তা অলীকের নামান্তর মাত্র।


তুমি বিনা  নাই তো মোর কেউ :
সময় জীবনের নিরন্তর সঙ্গী।