স্বপনচারিণী, চলোনা বাই মন তরণী
দেখোনা কী অপরূপে সাজিছে তটিনী।
শ্রাবণ জলে ভরিছে কূল,গাহিছে কলতান
ভাঙিছে লাজ মেঘমালা,আসিবে বরিষণ!


এসো কাছে লাজময়ী, প্রেমনদীতে করি স্নান
বিলম্ব করো না আর, ভাঙ তোমারি অভিমান
দাও না তোমার হাত, চল না আমার সাথ
ডাকিছে বিভাবরী, চন্দ্রিমায় আলোকিত রাত!


অঙ্গে অঙ্গে ছুঁয়ে করিব আজিকে প্রেম কী বাত
মনরাণী, তোমার সন্নিকট লুটাইবো অমূল্য সম্পদ!
ও হে মোর সুররাগিনী,কেন তুমি এত অভিমানিনী?
কহনা প্রিয়ংবদে,কহনা মোরে, কহনা সুভাষিণী!