বঙ্কিম
বৃত্তে ঘূর্ণন
নিরবধি চলছে সন্ধান...
শর্তহীন প্রেমের সমুজ্জ্বল তান!
অনন্তের সাথে অন্তের মিলন আকর্ষণ...
দু:খ কেবল একটাই, দেখলনা অভাগার নয়ন!


জটিল
কুটিল মন
কিভাবে হবে নিরাবরণ?
গোলকধাঁধার গূঢৈষা ছল চিত্রণ!
ঊর্ণনাভের জালিকায় খাঁচা বন্দি প্রাণ
চক্রব্যূহ; অজানা পথ;অসফল হবে নিষ্ক্রমণ!!


নিষ্ফলতা!
প্রয়াসের ব্যর্থতা!!
শুধুগো আমার নয়...
তোমরা যারে বলো দয়াময়
সেও ব্যর্থ, জেনে নাও, সুনিশ্চয়??
যেমতি দোষেদুষ্ট ছিলেন অভিমুন্যর মা সুভদ্রায়!!
...............********............******.....
সঙ্কেত : ঈশ্বরের সন্তানের কষ্ট নিবারণের অসফলতায় জন্য ঈশ্বরও দায়ী, তাই কী?
..............********.............*****...


রচনাকাল : ২৮.১২.২০১৬, ০১.১৫ মি: @দুবাই। ©কপিরাইট সংরক্ষিত®