বালুকার সমাহার---বিস্তীর্ণ অপার
গাঙচিল উড়ে চলে করিছে বিহার
রক্তিম সুরাজ পাটে,গোধূলি আগত
ঘাটে;ক্ষণকালে ডুবে দিনের শেষের
প্রহর; নিমিষে আসে যে শাওন রাত
আমাকেও নিয়ে যায়,অতল সায়রে...
ভালবাসার স্পন্দন শুনিনা গীটারে
প্রেম শূন্য হৃদে দৃষ্ট হয়না  প্রভাত!!


হারাই নিশীথিনীর অন্ধকারে, যারে
শুনায়েছিলুম গান বসন্ত-সমীরে...
প্রেমরহিত জীবনে যায় কেম্নে বাঁচা
পড়ে থাকে প্রাণশূন্য গরাদের খাঁচা!
ভালবাসা নেয় পথ --- উল্টো সীমানায়...
শেষ খিল পুঁতে দিল অপ্রেমী হৃদয়...!!!


রচনাকাল : ০৭.০১.২০১৭:: ১৮.১৭ মিঃ @দুবাই। ©কপিরাইট সংরক্ষিত®