লাল পলাশ, চাই নি তো কভু;
চাইছি, এক মুঠো সাদা বেলিফুল :
...সাজাতে  মোর কবর...
মাটির দেহ মাটিতেই মিশে হবে নিখবর !


দিও গো প্রিয়ে, সেদিন আমায়
যেদিন খুলবে না মম আঁখিডোর...


ভালাবাসার পরশ যদি মোর
ছুঁয়ে থাকে কভু তব হিয়াখানি
চোখের জলে দিও না বিদায়
রেখো  মোর কথাখানি...


ভাবছ তুমি, বলছি কেন তোমায়
বাইতে একা এ ভব তরণী?
সময় এলে যেতে হবে বৈকি
কেমনে বাঁধবো এ মন-পাখি?!


ডাকের তরে দিতে হবে সাড়া
জন্মমৃত্যু এ নিয়মেই বাঁধা-ধরা
হবে না পরিবর্তন এর এক চুল
জেনো, স্রষ্টার লীলা সতত নির্ভুল!!


লাল পলাশ চাই নি তো কভু;
চাইছি,এক মুঠো সাদা বেলিফুল!!