নিশীথ রাতের অন্ধকারের মুক্তির খোঁজে
অনিবার আবর্তিত পৃথিবী;
অতন্দ্রিত নেত্রে পথ চলে নিরবধি--নিসঙ্গী যাত্রী;


দোসর খোঁজার অবকাশ চালুনির ফুটো
গলে, ফেনিল সমুদ্রের অধীর জলরাশির
অতল ছুঁয়ে, পাণ্ডবীয় অজ্ঞাতবাসে লুপ্ত;


কিন্তু কী আশ্চর্য!
ক্লান্তিহীন সতত উদ্যমী নিরলস প্রচেষ্টার
সুখতৃপ্তির অনির্বচনীয় আমেজ আজও অম্লান;
টানে কোন সে গুপ্ত আকর্ষণ...?


বিজ্ঞান এখনো শত শত আলোকবর্ষ দূরে,
কেবল ফুঁ দিয়ে যাচ্ছে কামারের হাপরে!
উত্তর খোঁজ, দর্শন!!
পাবে কী তুমি জানতে কোনদিন?!


কী বিচিত্র বেঁচে থাকার এ ইচ্ছা!
এরই নাম জীবন...