বকুল ফুলতে কনক চাঁপায়
ঝিরিঝিরি হাওয়ায়, পদ্মপাতায়
চেয়েছি তোমায়


মেঘের লুকোচুরি,  আধো আলো আবছায়ায়
কামনা বাসনায়, সুখ-দুঃখ-হাসি-কান্নায়
চেয়েছি তোমায়


নদীর কিনারায় মনের আঙিনায়
সাদা মেঘ যায় ভেসে দূরে
তোমারি স্মৃতিখানা দেয় ধরা অন্তর মুকুরে


ভালবাসার দোলা দেয় অন্তরে অন্তরে
কথাকলি গান গায় সপ্তম সুরে
হৃদয় বীণা বেজে ওঠে ঝংকারে ঝংকারে


কাছে মোরে ডাকো প্রিয়ে, ঠেলিও না দূরে
অফুরান প্রণয় জাগে মনে তোমারি তরে
এক বুক  ভালবাসা নিয়ে, এসো কাছে ফিরে


শীতের রজনীতে লেপের বিছানায়
হাড় ভাঙা খাটুনিতে, বুকের উষ্ণতায়
চেয়েছি তোমায়