চারিপাশ অন্ধকার, দেশজুড়ে চোরের কারবার
চোর ভাবে করবে অনেক কিছু,সদা "ফেবু"তে পিছু পিছু
সুযোগ সন্ধানী মন, মতলবে ফন্দি, হয় যে উচাটন


নিমিষেই করে দেয় 'কপি-পেষ্ট' অন্যের কবিতা,
লজ্জা শরমের বালাই নেই, নেই কোন জড়তা
বন্ধুদের কাছে করে বাহাদুরি, নিজ প্রতিভার জারিজুরি


চাইলেই ফ্রী'তে কবি দেবে কবিতা, কবিরা যে হয় দাতা
ভিক্ষার ঝুলি নিয়ে পথে নামো, ছাড়ো এবার ভণিতা
গার্লফ্রেন্ড পটাতে, হয় যদি দরকার রসালো কবিতা
আগে ভাগে লাইন দাও,পাবে রসে টইটুম্বুর ববিতা!!*


* ববিতা--নায়িকা অর্থে ব্যবহৃত


বি:দ্র: আজকাল কবিতা চোরের প্রবণতা খুব বেড়ে গেছে। আসরের অনেক কবির কবিতা চুরি হচ্ছে, আমারও কয়েকটা কবিতা চুরি হয়েছে নজরে এলো, কেউ নিজের নামে লিখছে,  কেউ আবার বিনা নামে লিখছে। আমার ১৫.০১.২০১৭ তারিখে পোষ্ট করা কবিতা "চেয়েছি তোমায়'' কবিতা অনেকের ফেসবুকের পাতায় ঘোরাঘুরি করছে; একজন কে জিজ্ঞেস করায় তার আবার উল্টো কথা, সে নিজের নামের পাশে লেখে"ভদ্র ভাইরাস"।
অন্যজন "নীলকষ্ট" ছদ্মনামে ফেসবুকে লেখে, মনে হচ্ছে প্রথমজন দ্বিতীয়জনের পেজ থেকে চুরি করে,তাই আমি মাঝ থেকে বলায় একটু বুঝতে কষ্ট হয়!! আমার কবিতাটি ফেসবুকে পোষ্ট করা হলেও পরে ডিলিট করি,  তাই আমার দৃঢ় বিশ্বাস আসর থেকেই চুরি গেছে, এখন প্রশ্ন-- এর কী কোন প্রতিকার নেই, সম্ভবতঃ নেই, তাই অগত্যা মেনে নিতে হবে। তবে সফটওয়্যারে নানারকম ট্রাকিং সম্ভব কিন্তু ব্যয় ও সময় সাপেক্ষ হবে।