উদাসী চোখে সামনে দেখি সমুজ্জ্বল
অগণিত  মানুষের ভিড়, করে কোলাহল
কেউ বলে সাহসী!কেউ ভাবে দুর্বল!
কিন্তু আমার মতো নির্লজ্জ, দুর্বিনীত
পাবে কী কোথাও বিশ্বের দরবারে?
যতই তুমি ঘোর না কেন,হও না ভবঘুরে?


সকলের সামনে, আমি বলতে পারি,চিৎকারে
সোনা, 'ভালবাসি তোমায়; আমার সম্পূর্ণা'
আমার কিচ্ছু যায় আসে না, করি না
কিছু মনে, রাখি না কিছু  ধর্তব্যে...
কাছে পেলে তোমাকে, সুখী হবো তবে!
আর নাই কিছু চাওয়া পাওয়া এই ভবে!


ভালবাসার প্রতিদানে কী দেবে আমায়
পৃথিবীতে কেউ কভু দিয়েছে বেহায়ায়?!
লজ্জাহীন আমি, তাই তো ভালবাসি তোমায়
প্রতিদানে চাই না কিছু, যাক্ না ভেঙে হৃদয়!


রচনাকাল: ০০:৪৯ মিঃ, ১৮.০১.২০১৭@ দুবাই।
©অনুপম