তোমার ভালবাসা বানাইলো আমায় কবি
আমার মনের মন্দিরে  আঁকি তোমারি ছবি।
বিতরিলে জ্ঞানের আলো, হে মম প্রাণরবি।
চিত্তমাঝে অঙ্কুরিত ভ্রূণ, হইলো আজি অটবী


ও হে প্রেমদাত্রী, কাটিল মনের তমসাঘন রাত্রি
তোমারি প্রেমের নৌকায়,হইবো আমি সহযাত্রী
পুলকিত অন্তর মোর তোমাতেই করিবো  লীন
তুমি ব্যতীত আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র ,অস্তিত্ব বিহীন!


তোমাকেই শুনাইবো বলিয়া গাহি  প্রেমগীতি
ভালবাসি প্রিয়তমা; তুমিই মোর নয়ন-দিঠি
ভালবাসা তোমার করলো আমায় চিরঋণী
শোধিব কেমনে তব ঋণ?মোর স্বপনচারিণী!

তোমার নিকুঞ্জবনে কুসমিত ফাল্গুনী ফুলে
গাঁথা ফুলমালাখানি দিয়েছো  সুকন্ঠে তুলে
সাজায়িছো প্রণয় আলয় তোমার হৃদয় খুলে
উজাড়ী ঢালিছো সুধা, আপন প্রয়োজন ভুলে!

ভালবাসার প্রতিদানে,কী দিবো ভালবাসা বিনে!
গড়িব ভালবাসার সুখনীড়; মিলি আমারা দুইজনে।।


©অনুপম