সুদূর প্রবাসে বিনিদ্র রজনীতে যবে তোমা মনে পড়ে,
শংকিত হিয়া,কম্পিত দেহে,অঝরে অশ্রু ঝরে!
নির্বাক,নিশ্চুপ, মুদিত চোখে, থাকি তোমার কল্পনাতে,
কাঁদে মন অবিরাম,শোণিত  ছোটে তোমার চাহাতে ,


পূর্ব স্মৃতি হয়ে বিরাগী, করেছে মোরে পথের বিবাগী,
অশান্ত পথিকের মত চলছি ছুটে;তোমার লাগি,
অনিদ্র নয়ন, শূন্য ভুবন ;বসে থাকি রাত জাগি
নির্জন অরণ্যসম; ক্লান্ত সুরে গাহে বিধুর মনপাখি


দুরন্ত দুর্বিনীত ঘূর্ণিপাকে, আমার চলার শেষ কোন সাগরে
নেই জানা তার ঠিকানা; খুঁজি তোমার  বসতি দু'পাড়ে
মিলনের তরে জনম আমার!তবু কেন মিলনরহিত?
কিরুপে  হবে মিলন,কিবা আছে, কোথা পাবো এর বিহিত!


চিন্তিত মনে নির্নিমেষ পথ চলা তোমার সন্ধানে,
মেলেনি দেখা; মরীচিকা হয়ে লুপ্ত তুমি--অতি সন্তর্পণে
গোধূলি বেলায় যায় ডুবে যায় আশার পিদিম খানি
প্রেমের পরশখানি-- রবে অধরা ; জানি গো আমি জানি!


© অনুপম