ঝর ঝর নির্ঝরিণীর মত
দেখেছি  রূপ তব শত শত
          একলা বসে আজি  নিরজনে
          শ্রান্ত পাহাড়ি গুহার কোণে।।


যত বার দেখুনি তোমায়
কী বিচিত্র অপূর্ব শোভায়
           হৃদ মোর ভরে যায়
          তব পূর্ণ প্রেম ছোঁয়ায়।।


আনমনে ভাবি আমি সারাক্ষণ
কিরূপে তুমি গড়িছো রতন
          সেই কথা বলো প্রিয়তমা,
          কী অপরূপ তব মহিমা!


ললাট মাঝে শোভিত তিলক
নাহি জরা নাহি শোক
          নিশ্চিন্ত মনে তুমি ধ্যানমগ্না
        সাজিছো প্রেম-পান্সী, হে সুলগ্না।।


কী দিয়ে গড়িছো বরতনু
কেমনে ঢালিছো পরাগ রেণু                
                   ধীরা স্থিরা তোমারি নয়ন
                   কোন স্থিতধী'র করগো স্মরণ!


কার তরে বাও তরী...
আহা! আমি মরি মরি!
                দিয়াছো বিলায়ে মন মাধুরী
                কার লাগি গড়ি স্বপন পুরী!!


সেই কোণে দিও আমায়
এত টুকুন বসিবার স্থান
                 ভুলি মোর সব দীনতায়
                 তোমাতেই সঁপি মম প্রাণ।।



© অনুপম


রচনাকাল : ০৫.০২.২০১৭@ দুবাই।