ডুবুরি তুই দে না ডুব মনের গহীনে
বাহির চেনার আগে,আপন চিনে নে
  খোলস ছেড়ে দেখ্ না উঁকি মেরে
  সাতরঙেরই রামধনু সুপ্ত ভিতরে...
  
           ফলাতে যদি চাস্ রে সোনার ফসল
           নিজের সাথে করিস্ না কভু তুই ছল!
           রাখিস্ খুলে যতন করে বাহির দরজা
           সময় মত রবির আলো ঢুকবে সোজা!


শক্ত করে চেপে ধরে হালের 'পরে
চাষের মাটি দিস্ তুই আলগা করে
প্রয়োজন মত দিবি সার আর জল
খোলা বাতাস দিলে মিলবে সুফল।


            খেটে ফলানো ফসলের কিছু কণা
            ভবিষ্যতের প্রয়োজনে রেখে দে না
            একদিন তাই হবে পরপারের সম্বল
            ওখানে ফুটোকড়ি চলে না,হয় অচল!


©অনুপম
রচনাকাল: ০৮.০২.২০১৭ @ দুবাই।