যেন অবিরাম ফেনিল সমুদ্রের স্ফীত ঢেউ
ভাঙে মনের গভীরতা! রেখাপাত করে কেউ
বিস্ময়ে চাই নীল-সমুদ্রের বিশালতার দিকে
আহ্বান শুনবো কার ভালবাসার পদ্মশঙ্খে!


কে দিবে এঁকে প্রণয় চিহ্ন আমার চারুহৃদে?
জল তরঙ্গের ঊর্মিলা নাচবে কবে জীবন-নদে
ভালবাসার সে আগুন উনুনে জ্বলি আজীবন
নিরন্তর চেয়ে রই,প্রেম সন্ধানে চুপিচুপি ভ্রমণ !


বন্ধুর আঁকাবাঁকা পথ,সরল রাস্তা মেলেনি কভু
আরণ্যক চির-সবুজের স্নিগ্ধতা কাড়ে মন তবু
ভালবাসার কাঙাল;প্রেম খুঁজি আনাচেকানাচে
তোমার পরশ পেলে,হৃদয় মাঝে সদানন্দ নাচে!


নিদাঘ পীড়নে মন মাঝে জাগে চাতক পিয়াসা
তোমারি স্বপ্নে কর্পূর-উদ্বায়ী হিমেলঘন কুয়াশা
অনিন্দ্য মনঃ প্রভাতী অরুন্ধতী; প্রেমার্ঘ্য নিবেদন
উৎকর্ণ কর্ণ মোর,শুনিতে চাহে তব মধুর বচন!


প্রেমকুঞ্জে পুষ্পিত কত না প্রণয় সুবাসী ফুল
নিজ হাতে তাই দিয়ে গড়ি তোমার কানের দুল
ওই সুগন্ধী পারিজাত ফুলের মালা দিবো গলে
প্রেমিক হৃদয় মোর;দিও গো ঠাঁই তোমার আঁচলে!


©অনুপম


রচনাকাল : ০৮.০২.২০১৭@ দুবাই।