ঘুরতে ঘুরতে পৃথিবীর বন্ধুর পথে পথে
আমি আজ ক্লান্ত, বড় ক্লান্ত
জীবন ছুঁয়ে যায় অসহনীয়তার সীমাতে
মরা কাষ্ঠে বাষ্পীভূত শোণিত
অবশ পদযুগল, পারি না আর চলতে
চাই; চাই শুধু দুদণ্ড বিশ্রাম...
অনবরত ঝরেই চলছে, আর পারি না মুছতে;
মুছতে আমার শরীরের ঘাম;


সন্ধ্যা নামল, নামল রক্তিমাভ গোধূলির শেষে
মিটে যায় জীবনের সব চাহিদে;
ভেঙে দিল সবকিছু তোমার প্রতারণা অবশেষে;
কাঁপে নি হাত তোমার বারেক!
পাজর বিঁধে পুরো ঢুকায়ে দিলে আমার হৃদে-
হাপরে জ্বালা দগদগে পেরেক!


©অনুপম