যে লোকটা অফিসের  ব্যাগটা কান্ধে নিয়ে বেরিয়ে ছিল
        সেই সাত সকালে...
        তার হাসি মুখটা এখন কালো হয়ে  গেছে।
           শক্তির মলিনতা তাকে গ্রাস করে নিয়েছে।
        বুঝতে পারেনি সে প্রকৃতির খেলা,
      মানবের পাতা,
      তারের মরণ ফাঁদে পা দিয়ে তাই আজ কফিন বন্দি।
       ভুলে গেল সে এ জগত্ কে...।
      নিত্য যাতায়েতের পথটার উপর,
      পড়ে থাকা বিদ্যুত তারে পা দিয়ে...
      বুঝিয়ে গেছে বিজ্ঞানের সংকীর্ণতা
       আর রেখে গেছে,
        তার প্রাণের বদলে সর্তকতার বাণী।


                              - অনুপম মন্ড্ল