তুমি কি আজও তেমনি আছো


স্বপ্ন দেখো আগেরি মত,


এখনও কি তুমি চাঁদের আলোয়


শুকিয়ে নাও মনের খতো?
.
আমিতো আজও জেগে থাকি


জেগে জেগেই স্বপ্ন আঁকি,


স্বপ্ন সেতো দেয় না ধরা


বলতে গেলে সবি ফাকি।
.
রাতের ভীড়ে একলা আমি


সঙ্গী বিহীন কল্পনাতে,


তোমায় ছোয়ার বাসোনা মোর


যন্ত্রনা হয়ে বাসা বাধে।
.
এখনও কি তুমি তেমনি আছো


যেমন ছিলে মোর মন আকাশে?


ইচ্ছা হলেই উড়তে তুমি


ফাগুনের ঐ মুক্ত বাতাসে।
.
এখনও কি তুমি আমাই ভাবো


মন না বোসলে পড়ার ফাকে?


হাজার কাজের মদ্ধে থেকেও


ভুলতে নাতো এই আমাকে।
.
সময় পেলে ফোনটা নিয়ে


মিষ্টি সুরে আস্তে করে,


ভালোবাসো বলতে আমাই


অনুভুতিতে হাতটি ধরে।
.
খাওয়ার আগে বলতে আমাই


যাওনা খেতে চুপটি করে,


যদি তুমি না যাও এবার


সত্যি বোলছি যাবো মরে।
.
দুজন সেদিন দুজনার ছিলাম


হাঁসি মাখা মনটা নিয়ে,


হাজার স্বপ্ন সাজিয়ে যেতাম


ভালোবাসার মাধুরি দিয়ে।
.
এখনও কি তুমি তেমনি আছো


কবিতা পড়ো খোলা চুলে,


আমার একটা কবিতা পেলে


খাওয়া ঘুম তুমি যেতে ভুলে।
.
এখনও কি তুমি আগেরি মতো


বৃষ্টি হলেই ছাদের উপর,


আপন মনে গা-ভাসিয়ে


ভিজতে তুমি সকাল দুপুর।
.
আমি তখন বৃষ্ট গুনি


কান পেতে তার শব্দ শুনি,


রিম ঝিম এক ছন্দে গাথা


নুপুর পায়ের মাতাল ধ্বনি।
.
এখনও কি তুমি তেমনি আছো


আগুন জেলে মনের মাঝে,


এখনও কি তুমি আমার ছবি

লুকিয়ে রাখো বইয়ের ভাজে।
.
আজকেতো তুমি চিন্তা ওড়াও


আপন জনদের সঙ্গে নিয়ে,


আমার সকল ভালোবাসা তায়


উড়িয়ে দিলে জানালা দিয়ে।
.
আমি এখন সারাটা দিন


ঘুরে বেড়াই সঙ্গি বিহীন,


একলা জীবন চালোনা করি


কল্পনায় তোমার হাতটি ধরি।
.
আমি তো আছি আগেরি মতো


যেমন ছিলেম আমি,


হঠাৎ করে চেয়ে দেখি আজ


বদলে গেছো তুমি।।
.
@ #বেদনা_বিষদ @
তারিখ: ২৫/০২/২০১৬ (ইং)


ভোর ৫টা ৪৩ মিনিট।