ছোট্ট একটা ব্যাপার নিয়ে


অভিমানে দিলে গা-ভাসিয়ে,


ভালোবাসার কাব্যকথা


টানলে ইতি আপন হাতে।
-
রাগ পুষলে মনের মাঝে


আমার সাথে করে আড়ি,


যতই ভালো-বাসি তোমায়


কথা বল্লানা তাড়াতাড়ি।
-
কেমন ভালো বাসতে আমাই


বুজলাম আজ অবশেষে !


নিঃসঙ্গ জীবন আমার


ভুল করেছি ভালোবেসে।
-
আজ তুমি বুজিয়ে দিলে


ভালোবাসায় কত জ্বালা,


ইচ্ছে করে বন্ধ করলে


আমার সাথে কথা বলা।
-
কেমন করে পারলে তুমি


মুছে দিতে আমার স্মৃতি ?


কেমনে সব ভুলে গিয়ে


করলে তুমি প্রেমের ইতি ?
-
বলছি তোমায় বাদ্ধ হয়ে


জীবন থেকে নাহয় সরো !


ভুল যদি সব আমার থাকে


মাফ চাইছি ক্ষমা করো।
-
ক'দিন আর চলবে এসব


রাগগুলো নাহয় দাওনা জলে,


অনেক ভালো-বাসি তোমায়


হৃদয় আজও এটাই বলে।
-
প্রেমের কথা যদি সুধাও


মান অভিমান হবে উধাও,


এমনি করে কাটাবো জীবন


তোমার আমার ছোট্ট ভুবন।
-
ঝগড়া হলে প্রেম ও বাড়ে


একটু হলেও সুখতো কাড়ে,


হয়তো প্রেমের এটায় রিতী


আড়াল হলেয় বাড়ে প্রিতি।


-
তোমার আমার এইনা মিলন


জানে জানুক ত্রিভুবন,


তোমার প্রতি প্রেমের বাধন


অটুর রবে সারাটি জীবন।।
-
(সমাপ্ত)
@ বেদনা বিষদ @