আজ তুমি কল্পনা
মনের আঙ্গিনায়,
ছবি হয়ে মিশে আছো
দেওয়ালেও গায়।
-
আজ তুমি নিলীমায়
ভাসিয়েছো গা,
রক্ত কোমল রংএ
সাজিয়ে দু'পা।
-
আজ তুমি দূর বাসি
পথের প্রান্তর,
দিয়ে গেলে বাঁচিয়ে রেখে
মরনেরো বর।
-
আজ তুমি ধ্রুব তারা
শূন্যে বসোবাস,
মোর সুখের গলায় পরিয়ে দিলে
দুঃখ নামের ফাস।
-
আজ তুমি মহা সুখী
কৃপন তোমার বুক,
আমাই চিরো একা করে
কতই পেলে সুখ ?
-
আজ তুমি কেবলি ছায়া
গেলে মোরে ভাবিয়ে,
কি সুখ পেলে তুমি
এতো আমাই কাঁদিয়ে ?
-
আজ তুমি চন্দ্র লোকে
বসোবাস রতো,
ভুলবুজে চলে গেলে
করে হৃদয় খতো ?
-
আজ তুমি জোৎস্না মাখো
মনের দুয়ার খুলে,
ভালো যদি বাসতে আমাই
কেমনে ভুলে গেলে ?
-
আজ তুমি নীল প্রজাপতি
ডানা মেলে উড়ে যাও,
ভেবে দেখো তব মনে
কত সুখ পাউ ?
-
আজ তুমি ভালো আছো
দুঃখে আমি ভাসি,
তবু,হৃদয় থেকে বোলছি সোনা
তোমায় ভালোবাসি।
-
আজ তুমি প্রেম আমার
ওগো প্রিয় তমা,
ভালো শুধু বেসেই গেলাম
কোরলেনা ক্ষমা!!
-
@ বেদনা বিষদ @
তারিখ: ২৫ শে মার্চ ২০১৬।
সময়: ভোর ৪টা ৩০ মিনিট।