#আমরা নারী #/ অনুরাধা চক্রবর্ত্তী)


সন্দেশখালি ডাকছে তোমায়
ডাকছে মিজোরামের নারী,
এতো আর্তনাদ, চিৎকার,
কতো কালা হতে পারি??


কতো ভয় করবো বলো,
তারচেয়ে ভালো এগিয়ে চলো।
ভয় দেখিয়ে মারছ নারী,
মিথ্যা কথা ঝাড়ি ঝাড়ি;
তাই মরার আগেই নাহয় মরি,
সম্মান ঘেরা সমাজ গড়ি।


যুগে যুগে নারী ভোগ্যপণ্য
মেপেছো নারীর শরীর,
করছো নারীকে নির্যাতন,
অপমান আর হেয় প্রতিপণ্য।
আর কতকাল বইবো মোরা,
এই অত্যাচারের কালি?
এসো ক্রোধের  আগুনে নিক্ষেপ করি,
              সকল ব্যথার ডালি।


সভ্যতার বড়াই করো,
আসলে সমাজ অমানুষ,
তাই দেখেও দেখোনা, শুনেও
শোনোনা, অত্যাচারীরা কাপুরুষ।


গার্গী, মৈত্রেয়ী, লোপার সমাজ
আমরা গড়বো আবার,
অত্যাচারীর, সাবধান হও
এবারে তোমরাই হবে সাবাড় ।