কেউবা যাবে গাড়ি করে   কেউবা যাবে বাসে    
       পূজোর বাজার করতে এখন, সবাই শপিংমলে আসে।/
মনটা থাকে, সবার খুশী  পাগলপারা প্রাণ  
বেকারছেলেও গার্লফ্রেন্ড কে _দিচ্ছে ভালোবাসার দান।/
সারাদিনে গায়ে মাখে  মলের এসির হাওয়া _  
সন্ধ্যাবেলা ফেরার পথে, চপকাটলেট খাওয়া  ।
পূজোরবাজার উঠলো জমে, শপিংয়ের ভিড়ে   :
রাত্রি করে ফিরেআসা, আপন আপন নীড়ে    ।
পূজোর বাজার গড়িয়াহাট এ, স্তব্ধ গাড়ীর ঢল  _
ট্র্যাফিক পুলিশ হিমশিম, রাস্তা জুড়ে পাবলিকের দল।/
    
(12/09/2019/বালিগঞ্জ।)