তিমির রাত্রিতে তামসিক খেলায়
বর্ষীয়ান বুকেও যখন তন্দ্র্যায় নিরুত্তাপ ভালোবাসা
কুয়াশার মেঘের ওপারের সূর্যের মত
পৃথিবীর ধূলায় বিকাশমান একটি আলো
ছুঁয়ে গেল জীবনের গভীরতম ক্ষত।
কালের আহ্বানে আকুল হয়ে
অন্ধকারে ছুটতে ছুটতে কখনও হয়ে যায়।
কঠিক পাথর পাঁজর ঘষে
ফুলকি উঠাতে উঠাতে ক্ষয় হয়ে যায় জীবনের সেলুলোজ।
তবু অন্তহীন তাড়না জীবনের অস্তাচলেও
সকল আঁধারে আলো ছোঁয়াবার একান্ত বাসনায়।
ঘুম ভাঙ্গানিয়া পাখির মত যে ভোরর এসে ছিল
আজ পূর্ন দিবসের আলোর উৎসবে তুমিই যে অনন্য হে আলোকিত মন!!!!