একটি মারী;
অসংখ্য প্রজাপতির বন্ধ্যাত্ব।
যুগের পরিবর্তনের-
লার্ভা থেকে একটি পিউপিক
কালে কালে প্রজাপতি হয়ে ওঠা।
চোখে তার বিস্ময় - একা!
স্বভাবজাত ভালোবাসায়-
মন তাঁর অস্থির,শূন্য!
শূন্য থেকে মহাশূন্যতা।অতঃপর পূর্ণ - বিশ্বভালোবাসায়;
ডিমের পর ডিম লার্ভার পর লার্ভা
পিউপির মত পিউপি
অতঃপর রঙিন পাখার শত সহস্র প্রজাপতি।
রঙিন পাখার দাপাদাপি
রঙের মিশলে রামধনুর খেলায়
হলো বর্নিল আলোর বিচ্ছুরন-
শুষে নিল বনের স্যাঁতসেঁতে কালো অন্ধকার।
মা প্রজাপতি ভালোবাসা -
শরতের সাদা মেঘের সঙ্গী হয়ে
ভেসে বেড়ায় অসীম নীলে,
মিশে নদীর টেউয়ের মূর্ছনা থেকে এক অতলান্তিকে।
প্রজাপতির রাঙা পায়ে ফুলের পরাগায়ন
সবুজ পৃথিবী সৃজনের মহা অায়োজন,
পাখার তাঁর রকেটের শক্তি
বুকের সাহস হিমালয়
কালের অন্ধকার ফেরাতে পারবে না
আর কখনও- প্রজাপতির
বন্ধ্যাত্বে!!!