ওড়ে ঘুড়ি ধরনীর ওপরে; আকাশ মাঝে
ওড়ে ঘুড়ি প্রান - পবনের জোরে।
রঙিন পাখা, লেজ দুলিয়ে কত রঙের ঘুড়ি
ওড়ে আর ওড়ে নাটাইয়ের টানে টানে।
নাটাই'র খেয়ালে ছাড়ে সূতো তারে
ঘুড়ি তার জোরে ওড়ে আর ওড়ে-
আরও আরও দূরে।
হঠাৎ কি কখন কোন খেয়ালে
ঘুড়ির মহা আশা ভেঙ্গে
নাটাই'র এক টানে
আধোমুখে তারে নামায় পাকে পাকে।
ওড়াউড়ির রঙের মেলায়
কাটাকাটি নাটাই'র খেলায়
ভোকাট্টা হলো যে ঘুড়ি আজ
ফুরালো তার এক জীবনের কাজ।
শুধু রইলো পড়ে-
ওড়ার উচ্চতা,
কয়টা কেটে নিজেই আজ পড়লো কাটা
কিংবা রঙিন আভায় তৃপ্ত বুকে শান্তির বারতা।