কিছু চাই না আমার- শুধু মানুষের ভালোবাসা।
আমার দেশ কাল পাত্র নাই - নাই আপন ঘরবাড়ি,
আমি বেঁচে আছি শুধু তোমাদের ভালোবাসায়।
তোমাদের হাস্য মুখগুলি ফেরালে যদি
কুঞ্চিত ভ্রুর মাঝে বিরক্তির আভায়
আমার সকল ভূবন মিলিয়ে যায় নিদারুণ ব্যর্থতায়
চোরাবালি যেন টানে দেহ-মন আজন্ম ক্ষুধায়।
এভাবে তাকিও না দোহাই, আমার জীবন তো উৎসর্গিত
মানুষের হাসির জন্যে।
আমি দোষে গুনে মানুষ,পার্থক্য শুধু
আমার কোন ঘর নাই,দেশ-কাল,পাত্র নাই।