এখানে কবিতাটি কিলাদং এর এই বাড়ির
সব ক'টি ঘরেই আগুন দেয়া হবে
উর্দিপড়া হেলমেটের নীচে সতর্ক দৃষ্টি,
মগজে খেলা করছে মার্চ পাস্টএর শপথবাক্য।
পলায়নপর জনা সাতেক নারী,শিশুকে ঘরের মধ্যেই বেঁধে রাখা হয়েছে
কেরোসিন ঢালছে পুরস্কৃত রানীর মগী সৈন্যরা।


কমান্ডারের চোখে সহসাই জ্বলে ওঠে কামনার আগুন
মেয়েটির সুপুষ্ট স্তনে খেলা করে তার শপথের আঙুলগুলো
ছোট্ট ভাইটির হাত, পা যখন  ধারালো অস্ত্রে বিচ্ছিন করা হয়
তখন মেয়েটির উপরে চতুর্থ সৈনিকের পাশবিক অস্ত্রটি নেতিয়ে পড়ে।


অচেতন মেয়েটিকে লেলিহান শিখার মাঝে নিক্ষেপ করতে
কমান্ডারের ইতস্তত ভাব
তিনি সৈনিকসুলভ পৌরুষকে শেষবারের মতো বিসর্জন দেন মেয়েটির নিম্নদেশে
এবং অনুকম্পায় তৃপ্তির ঢেকুর তোলেন।


ততক্ষণে সাতজন নারী ও শিশুর নির্বাণলাভ নিশ্চিত হলে
মেয়েটিকে মর্তে রেখেই পাঠ করেন
বুদ্ধং শরণং গচ্ছামি: ধম্মং শরণং গচ্ছামি: সঙ্ঘং শরণং গচ্ছামি
অতঃপর অহিংস বুদ্ধের অনুগামীগন বোধিস্বত্ত্ব লাভ করে শিবিরমুখি হন।


_____________________
পটুয়াখালি ১৬/০৯/২০১৭