দুঃখের মনিহার
আনোয়ার হোসেন বাদল
----------------------


ভালোবাসাকে আমি একজীবনের যন্ত্রনা দিয়ে কিনেছি
তোমরা তো সোনা দানা দাও
রাতভর ভালোবাসার শরীরে ধ্রুপদী টংকার বাজাও
আমার কি ওসবে মানায়?


আমার আছে দুঃখ আর কবিতার জাল যখন দিয়েছি তা ভালোবাসারে
বেঝেছে সে তুমুল সুরে
তবু কবিতায় কারো ভরে না পেট,
চলে না জীবন।


কবিতা তো শব্দের কুহক প্রেম প্রেম খেলা ভালোবাসার তাতে জোটে না তেল নুন
আমার তো ধন ছিলো না
ছিলো বিরহের কিছু লাল নীল ক্ষত
এসবে ভালোবাসা আর মিলবে কত?


সোনা দানা দিতে পারিনি
আকাশ, অরণ্য আর নদী ছিলো ধন
তাই দিয়ে কিনেছি তাঁর মন
সে আমায় দেখিয়েছে পৃথিবীর রুপ
গভীরের মুক্তো ঝিনুক
হিরে জহরতে ভরেছে আমার ঘর।


সোনা দানা দিতে পারিনি
তবু দক্ষ শিল্পীর মতো আমার দেয়া দুঃখকে মনিহার করে পড়েছে গলায়
কবিতাগুলো রেখেছে ধরে
তাঁর ভালোবাসায় সাঁজিয়েছে আমার জীবন, থরে বিথরে।


-----------------------
চৌরাস্তা, পটুয়াখালী
২৯/০৫/২০১৬