দুঃসাহসী বিন্দু
----------------


আর নয় কষ্টের কথা,
অক্ষমের ক্রন্দন আর দুঃখের ফেরী করে
কতকাল কাটাবে সময়?
একক থেকে দশক, শতক পেরিয়ে
আজ নিযুতের পথে যাত্র হোক শুরু।


আমার বর্ণমালারাও অনন্ত, অসীমের পথে
ঐ দেখো করেছে গমন।
ঐ দেখো সাগরের লোনাজলে  
বর্ণমালারা নিয়েছে আশ্রয়।
দুঃসাহসী এই বিন্দু
আজ তবে সিন্ধুর চেতনা হোক।


সমাপ্তির শেষ চিহ্ন,
নির্বাপিত চিতার শেষ অগ্নিস্ফুলিঙ্গ থেকেই
জ্বলে পুড়ে ছাই হোক রাবণের স্বর্ণপুরি।


দুঃসহ জীবনের প্রতি বাঁকে বাঁকে
জ্বালাও তবে নেশার আগুন
হে বিপ্লবী,  প্রতিবাদি
জ্বলে যাক গলা, জ্বলে যাক বুক
নিবিড় সুখে!


সম্মুখে এগুবে সবাই লক্ষ্যভেদী দৃষ্টি থাকুক
নির্বিকার,
আকাশ কেঁপে যাক  বুভুক্ষের তীব্র আক্রোশে
প্রতিবাদি, বিপ্লবী শুধু আর কেহ নাই,
আর আমি আছি,
আদি হতে অন্তাবধি
এই অভিমানী।


------------------
পাঙ্গাশিয়া, পটুয়াখালী