জেগে থাকা প্রেম
----------------------


ভুল নক্ষত্রকে একদা
শুকতারা ভেবে শতাব্দি করেছি পাড়,
ভ্রান্ত পথে, এই নৌকোয়।
এতটা পথ পাড়ি দিয়ে ক্লান্তি আর অবসাদে  
মাঝি মোর অঘোরে ঘুমায়।


সহসাই ভুল ভেঙ্গে যায়
চারিদিকের অস্পষ্টতায়
বিভ্রান্ত বিশ্রান্ত দৃষ্টি আমার ফিরে ফিরে আসে,
চেয়ে দেখি আমি একা, শুধু একা,
পথ জানা নেই,
চলেছি কোথায়? কোন সীমাহীন প্রান্তরে,  
কোন অসীমে আছি দাড়ায়ে নাকি জন্মান্তরে!


শুধু জানা আছে ভুল নক্ষত্র আমার সাথী
হয়েছিলো  সেই শিমূলতলীর বাঁকে,
পিছনে তাকিয়ে দেখি
সীমাহীন সে পথ,
শিমুলতলীর গাঁ আর ভুল নক্ষত্রটি
গিয়েছে হারিয়ে  
চির রহস্যময় এই নদীর স্রোতে
পথের নিশানা সব মুছে  দিয়ে চিরতরে।


তবু স্রোতের ঘুর্ণাবর্তে কিছু স্মৃতি, কিছু প্রেম
আজও উঁকি দেয়,
তারই তরে পথহারা ভ্রান্ত এ নাবিকের  মনে
বাঁচিবার সাধ লয়।


----------------
কলাবাগান, ঢাকা