টিকে থাকার লড়াই
       --দুই--
-----------------
টিকে থাকতে চলছে লড়াই  চলছে জগৎ জুড়ে
অনাদি আর অনন্ত কাল চলছে সবাই উড়ে।


বদলে গেছে লড়াই'র ধরণ বদলে গেছে মানুষ
কৌশল আর ধীমান দিয়ে করছে তৈরী ফানুস।


সাধন করছে অসাধ্যকে জানছে অজানাকে
স্বপ্নচারী মানুষ খুঁজছে নিজের স্বপ্নটাকে।


ফিরছে পথে পৌঁছাবে সে সুখের ঠিকানায়,
স্বপ্ন যখন মরছে তখন মরছে যন্ত্রণায়।


একটি স্বপন মৃত যখন একটি মৃত্যু নয়
স্বপ্নবাজের জীবন তখন কঠিন বিষাদময়।


ভাঙ্গা গড়ার এই দুনিয়ায় টিকবে বলো কে ?
লড়াই করার শক্তি যাহার টিকবে কেবল সে।


আলোকিত মানুষ যিনি আলোর পরশ দিয়ে
টিকে থাকার লড়াই করে আলোর মশাল নিয়ে।


আলোয় যিনি উজ্জিবীত উন্নত যার শীর
তাঁর জীবনে বাঁচার স্বপ্ন করছে কত ভীড়।


নষ্ট বোধের নষ্ট মানুষ নষ্ট যাহার প্রাণ
নষ্ট পথেই থাকে যদি কোথায় পরিত্রাণ?


তাই বলি আজ সবাই মিলে আলোর পথে হাঁটো
আলোর মাঝে জীবন গড়ো সবাইকে তা বাটো।


অন্ধকার আর অসুন্দরকে মাটি চাঁপা দিয়ে
সত্য পথে চলবো সবাই সত্য সাথে নিয়ে।


এসো সবাই শপথ করি নিষ্ঠুরতা নয়
সত্য পথে লড়াই করে জীবন করবো জয়।


--------------------
চৌরাস্তা, পটুয়াখালী