বিরুদ্ধাচারণ
-----------


কারে আমি ভালো হ'তে বলি?
কারে আমি দেই উপদেশ?
জন্মদোষে দুষ্টু যদি হয় কোনোজন
তার মনে সারাক্ষণই জেগে থাকে পাপ
মানুষের অনিষ্ঠ সাধন
একমাত্র থাকে তার পন।


এই কথা তাকে আজ বলি
মনিবের নির্দেশে যদি দুস্কর্ম করে তার দাস
অচিরেই সে মনিব হারায় তার প্রাপ্য সম্মান
দাস সওয়ার হয় মনিবের পীঠে
জ্ঞানীগুনী, সভাসদ ছেড়ে যায় তার দরবার
সে তখন একা একা কাঁদে।


হাঁটিবার লাগি খোদা দিয়েছেন পা, কাজের নিমিত্তে দু'টো হাত
প্রকৃতির বিরুদ্ধাচারণ করে যদি কেউ
হাঁটে যদি ভর দিয়ে হাতে
কাজের নিমিত্তে যদি লাগায় তার নিজের দু'পা।
কতক্ষণ টিকবে সে পথের মাঝার?  
অচিরেই খোয়াবে তার সেই  হাত, পা।


ইতিহাস দেখে দেখে এই শিখে নাও
ফেরাউন, নমরুদ আর রাবনেরে দ্যাখো
তবু তুমি হবে বেহিসাবী?
হাত, পা অকেজো তোমার ঘারে দ্যাখে হয়েছে সওয়ার
ভেঙে ভেঙে হবে চৌচির
দেরি বেশী নাই
এসব শুধুই এখন সময়ের ব্যাপার।


--------------------
চৌরাস্তা, পটুয়াখালী
০২/০৭/২০১৬