এখানে কবিতাটি দিন


তোর মতো নেই
_____________


কেন থাহো নির্জনে কেন মুখ কালা?
কারে দ্যাহো মোর চেয়ে খুব বেশী ভালা?
মুই থাহি একা একা বুকে তোর ছবি
তোর লগে প্রেম ছিলো জীবনের হবি
মোরে দেছো ভালোবাসা খুলে দেছো বুক
মাপ করে দেছো মোর যতো ভুলচুক।
তুই মোর জীবনের সেরা উপহার
তোরে পেয়ে নেমে গেছে শতমনি ভার
মোরে তুই দেছো যা দেয়নি তা কেউ
বুকের নদীতে জাগে সেই সব ঢেউ
ভুলিতে পারিনা সব ক্ষনে ক্ষণে জাগে
সেইসব স্মৃতি কথা রাগে অনুরাগে
পারো যদি মুছে দে স্মৃতির মিনার
নিয়ে নে বুক থেকে জীবনের ভার
যে প্রেম দিয়েছি আমি অতীতের বেলা
পারো যদি সেই প্রেম শোধ দিয়া ফেলা
তোরেই বেসেছি ভালো এইটুকু শোন
তোর মতো কেউ নাই, নাই ওউ মোন।।


পটুয়াখালি ০৮/১১/২০১৭