সংখ্যাবিহীন ধারাপাত
আনোয়ার হোসেন বাদল
----------------------------------
ঘরের বঁধু পরের বাড়ি বন্ধু খোঁজেন ফেসবুকে
পরকীয়া ভেসে ভেসে সুখের তালাশ তার বুকে
শিশুর সময় কার্টুনে খায় বাংলা চ্যানেল কে দেখে?
ভুলছে সবাই মাটির গন্ধ পড়ালেখা কে শেখে?
থমকে গেছে জ্ঞান প্রবাহ নাব্যতাহীন সব ধারা
শুদ্ধ চর্চা রুদ্ধ হলে ডিজিটালের কাম সারা
ম্যাসেঞ্জারে কিশোর যতো পড়ালেখা সব ছাড়ি
দিবারাত্রি চ্যাটিং করে মায়ের কথায় দেয় আড়ি
বেশ চলেছে পড়ালেখা পরীক্ষা বেশ ইজি তার
দু'দিন আগেই প্রশ্ন হাতে বৈতরণী সহজ পার
হট টকিংএ ভার্চুয়ালে গোপনাঙ্গে বীর্যপাত
বঙ্গদেশের রঙ্গ দেখো সংখ্যাবিহীন ধারাপাত
বৃদ্ধ যারা কর্মসারা হাতে নিয়ে যন্ত্র খান
কাঁপা হাতে চাপা মারেন মিনসে তবু সঙ্গী পান
গরম চ্যাটিং নরম ব্যাটিং নীতিবোধের বালাই ষাট
এঁড়ে যেমন চষে বেড়ান ফাগুন মাসে কলাই মাঠ
লেখক যারা লিখছে তারা গল্প এবং কবিতা
বসার ঘরে পসার ধরে পাঠক বীহিন সবই তা
মেলার মাঠে লক্ষ মানুষ ডেটিং ফেটিং সব করেন
বলুন দে্খি এদের ক'জন আগের মতো বই পড়েন?
ফেসবুকীয় বন্ধু যারা নেহাৎ চক্ষু লজ্জাতে
বন্ধু কবির বই কিনে নেন মনে ভাবেন বজ্জাতে
কী লিখেছে দু'য়েক পাতা দেখলে পড়ে কেমন হয়?
দু'চারটা লাইন পড়ার পরে আপন মনে ভিরমি খায়।
ধ্যাত্তিরি ছাই কীসব লেখা কবির মাথায় গণ্ডগোল
বইটা তখন ছুড়ে ফলে কন্ঠে তুলেন হরিবোল।


বইমেলা পটুয়াখালি
২৫/০২/২০১৮