আমাদের শরীরের পোড়া মাংসের গন্ধে
তোমাদের রাশ উৎসব চলে—
আমাদের শরীরের পোড়া মাংসের গন্ধে
তোমাদের মায়াকান্না বেড়ে যায়
আমরা পুড়ে মরি বারবার—
পুড়ে মরা আর মারার সন্ধিক্ষণে শ্বাস নেই।


কখনও কেউ কী জেনেছে আমাদের
ভেতর বাহির পুরোটাই উদোম
ভেতরের দগদগে ঘা দেখাতে পারি না—
শরীরের মাংসে বেড়ে ওঠে নিজের অজান্তেই।


একদিন শহরের সব বস্তিগুলো জ্বলে উঠলে
তোমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না।