কেন সিগারেট খাই প্রশ্নটি আজো
করেনি কেউ ভালবেসে,
তাকিয়েছে অবজ্ঞাভরে
নাকে রুমাল চেপে
ঘৃনায় হেসে।


বখে যাওয়া বন্ধুকে বলেছিলাম
কিরে শেষ পর্যন্ত টাকার পাছায়
আগুন দিলি,
অট্টহেসে বলেছিল নাবালক
ও তুই বুঝবিনা 'সময় বলে দেবে
জীবনে কি পেলি।'


বুঝিনি ঘৃনার আরেক পিঠ
ভালোবাসা-
একান্ত কাছে আসা,
ব্যর্থ জীবন যেন জ্বলন্ত সিগারেট
মৃত স্বপ্ন আর
হতাশা!


১১/০৩/১৯৯৭ইং