মইরা গেলে হয়রে ছাই
মইরা গেলে মাটি
মইরা গেলেই থাকেনা আর
দেহ পরিপাটি।।


বৃথাই করি সম্পদের বড়াই
করি অহংকার,
দেহখানি দুর্বল হলে
কিছুই নয় আমার।।
তবুও কেন কান্নাকাটি
কিসের বসতবাটি?
মইরা গেলেই থাকেনা আর
দেহ পরিপাটি।


বৃথাই করি ক্ষমতার লড়াই
ছাড়ি হুংকার,
ক্ষমতাটা চলে গেলে
কেহই নয় আমার।।
তবুও কেন ঝগড়াঝাটি
কিসের কাটাকাটি?
মইরা গেলেই থাকেনা আর
দেহ পরিপাটি।


২১মার্চ২৪বৃহস্পতিবার
১২টা৩২পিএম
কবিকুঞ্জ
২৭৬৩