দুঃসময়ে তোর বন্ধু ছিলাম
ছিলামনাতো ভৃত্য,
সুসময়ে সব করেই নিলাম
করিস উদ্দাম নৃত্য।


এখন আমায় ভৃত্য ভাবিস
ভাবিস ভীষণ পর,
যৌবনটুকুই লুটতে পারিস
বাঁধিসনাতো ঘর।


কোনকালে তুই রাজা ছিলি
ছিলাম আমি প্রজা,
নিদানকালে খুব কষ্ট দিলি
ভাবলি বড় বোঝা।


চাকর বলে বলুকনা বেশ্যা
কিইবা যায় আসে,
তোকে নিয়েই যত তপস্যা
স্মৃতিপটেই ভাসে!


আসাপারি
০২সেপ্টেম্বর২২শুক্রবার
১২:২৭পিএম২২১১তম
কবিকুঞ্জ,পারুলিয়া।