ভুইলা যাও যাওরে বন্ধু
আমায় ভুইলা যাও,
বুকেতে দাও বিষাদসিন্ধু
বিষম ব্যাথা দাও।।

ভুইলা যাইও ছিলাম আপন,
মায়ায় মোড়া সুন্দর স্বপন।।
হইয়া এখন অন্যের দর্পন
অন্য বুকে ঘুমাও!

ভুইলা যাইও ছিলাম সুজন,
মিলনে ভরা মধুর গুঞ্জন।।
হইয়া এখন অন্যের সজ্জন
অন্যকে সুখ দাও।