ডাকাত বলে চোরকে
তুই ব্যাটা পাপী,
দ্যাখ শালা জনগণকে
কোন চোখে মাপি!


যাহা কিছু আনি লুটে
দিই সব বিলিয়ে,
তুই তো ব্যাটা ফুটফুটে
লোক নেয় কিলিয়ে!


চোর বলে গালি শুনে
পাগলের প্রলাপ,
বল আমায় ভাগ্য গুণে
আছে কোন্ লাভ?


পাপে নেই ছোটবড়
পাপ সবই পাপ,
আমি ছিঁচকে জড়সড়ো
তাই যে অনুতাপ!


আসাপারি
৪অক্টোবর২২মঙ্গলবার
০৭:৫০পিএম২২৪৪তম
কবিকুঞ্জ,পারুলিয়া।