অমা-নিশার সকল আঁধার
যাক ধুয়ে মুছে যাক,
কাটুক ঐ ব্যাথার পাহাড়
কষ্টগুলো পরে থাক।


দ্বিধা-দ্বন্দ বিভেদ ভুলে
আলোগুলো নেই তুলে,
জীবন নদীর দুই কূলে
ভরে উঠুক ফুলেফুলে।