এখনো আমি যাইনি ফুরিয়ে
যাইনিতো বুড়িয়ে,
স্বপ্নগুলো কেন দাও গুড়িয়ে
ঘৃনা নাও কুড়িয়ে।

কি লাভ বল অযথা ফিরিয়ে
মাথাটাকে মুড়িয়ে,
দিতে পারি সবটুকু পুড়িয়ে
পথটাকেই ঘুরিয়ে।

পারুলিয়া  
২৬মার্চ২২শনিবার
১২:২৪এএম২০৫৫আসাপারি