যার জন্য অন্ধ আমি
পিটাই প্রাণের ঢোল,
সেইতো করে ফাজলামি
পাকায় তালগোল।


যার জন্য বাঁজাই আমি
প্রসংশারই খোল,
সেইতো করে বাঁদরামি
করে গন্ডগোল।


যার জন্য সাজাই আমি
মুগ্ধ মনের মাদল,
সেইতো করে ভন্ডামী
করে হট্টগোল।


তাইতো এখন মুক্ত আমি
আপন মনে চলি,
বিশ্বাস ছাড়া হয় কি প্রেমী
হয় কি গলাগলি?