নেই পাইক পেয়াদা পোদ্দারি,
আছে গল্প অল্পস্বল্প গাদ্দারি।
নেই ঢোল লাঠিয়াল খাজনা,
আছে কান্না ভাঙ্গনের বাজনা।
নেই অত্যাচার কোন গোমস্তা,
আছে হাহাকার শুল্কে শায়েস্তা।
নেই জমিদার নাই জমিদারী,
আছে হাড্ডিসার ভাঙ্গা বাড়ি।


০৫মে২৩শুক্রবার
০৫টা২২পিএম
কবিকুঞ্জ
২৪৬২